Logo
শিরোনাম

আইপিএলের নিলামে অবিক্রিত রইলেন যারা

প্রকাশিত:রবিবার ১৩ ফেব্রুয়ারী ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১১৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আইপিএল ২০২২ মেগা নিলামে একাধিক ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত ইতোমধ্যে হয়ে গেছে। বেঙ্গালুরুতে বসা মেগা নিলামের প্রথম দিন গতকাল শনিবার (১২ ফেব্রুয়ারি) একাধিক তারকা খেলোয়াড় নিজের বেস প্রাইসের থেকে কোটি কোটি বেশি টাকায় এক এক দলে যোগ দিয়েছেন।

১২.২৫ কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন ভারতের তরুণ তারকা ক্রিকেটার শ্রেয়াস আইয়ার। পুরানো দল আরসিবিতে হর্ষল প্যাটেলের কামব্যাক হয়েছে ১০.৭৫ কোটি টাকায়। শ্রীলঙ্কান তারকা ক্রিকেটার ভানিন্দু হাসারঙ্গা ১০ কোটি টাকায় আরসিবিতে যোগ দিয়েছেন। তবে এর মধ্যে রয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার, যারা নিলামের প্রথম দিন রয়ে গেছেন অবিক্রিত। সেই তালিকায় রয়েছেন সুরেশ রায়না, সাকিব আল হাসানের মতো তারকা ক্রিকেটাররা।

মেগা নিলামের প্রথম দিনের শেষে কোন ক্রিকেটাররা রইলেন অবিক্রিত-

১. সুরেশ রায়না- গত বছর চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন সুরেশ রায়না। তবে এবারের নিলামের প্রথম দিন রায়না রইলেন অবিক্রিত। রায়নার বেস প্রাইস ছিল ২ কোটি টাকা।

২. সাকিব আল হাসান- নিলামের প্রথম দিন বিশ্বসেরা তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান রইলেন অবিক্রিত। ২ কোটি বেস প্রাইস থাকা ক্রিকেটারদের তালিকায় ছিলেন সাকিব।

৩. স্টিভ স্মিথ- আইপিএলের মেগা নিলামের প্রথম দিন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ রইলেন অবিক্রিত। স্মিথের বেস প্রাইস ছিল ২ কোটি।

৪. ডেভিড মিলার- দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার ডেভিড মিলারও মেগা নিলামের প্রথম দিন রইলেন অবিক্রিত। গত বছর রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন মিলার।

৫. মোহাম্মদ নবি- আফগানিস্তানের অল-রাউন্ডার মোহাম্মদ নবি আইপিএলের নিলামের প্রথম দিন রইলেন অবিক্রিত। আফগান তারকা অলরাউন্ডারের বেস প্রাইস ছিল ১ কোটি টাকা।

৬. ম্যাথু ওয়েড- আইপিএলের নিলামের প্রথম দিন অজি তারকা ক্রিকেটার স্টিভ স্মিথের পর অবিক্রিত রইলেন অজি ক্রিকেটার ম্যাথু ওয়েড। ওয়েডের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা।

৭. ঋদ্ধিমান সাহা- উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহা নিলামের প্রথম দিন রইলেন অবিক্রিত। ২০০৮ সালে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএলে খেলা শুরু করেছিলেন ঋদ্ধি।

৮. স্যাম বিলিংস- ইংল্যান্ডের ডান হাতি ব্যাটার স্যাম বিলিংস নিলামের প্রথম দিন অবিক্রিত রয়ে গেলেন। ২০১৬-১৭ পর্যন্ত দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছিলেন বিলিংস।

৯. উমেশ যাদব- ২০১০ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএল যাত্রা শুরু করেছিলেন উমেশ যাদব। গত মৌসুমে তাকে ছেড়ে দিয়েছিল আরসিবি।

এই তালিকায় থাকা বাকি ক্রিকেটাররা হলেন- ১০. আদিল রশিদ ১১. মুজিবুর রহমান ১২. ইমরান তাহির ১৩. অ্যাডাম জাম্পা ১৪. অমিত মিশ্র ১৫. রজত পাতিদার ১৬. আনমোলপ্রীত সিং ১৭. সি হরি নিশান্থ ১৮. মোহম্মদ আজহারউদ্দিন ১৯. বিষ্ণু বিনোদ ২০. বিষ্ণু সোলাঙ্কি ২১. এন জগদীশান ২২. এম সিদ্ধার্থ ২৩. সন্দীপ লামিছানে।

 


আরও খবর