Logo
শিরোনাম

আইসোলেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী

প্রকাশিত:সোমবার ২৭ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২৬৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আইসোলেশনে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। রবিবার নিজ বাড়িতে আইসোলেশনে যান তিনি। এর আগে তার ১৪ বছর বয়সী কন্যার করোনা শনাক্ত হয়। এরপরই জনসমাগম এড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

নাফতালি বেনেটের দফতর জানিয়েছে, প্রধানমন্ত্রী কাজে দেওয়ার জন্য কোভিড-১৯ পিসিআর টেস্টের ফলাফলের জন্য অপেক্ষা করছেন। অর্থাৎ, পরীক্ষার ফলাফলে করোনা নেগেটিভ আসলেই কাজে যোগ দেবেন তিনি।

কোভিড-১৯ এর ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের মধ্যেই বেনেট কন্যার করোনা শনাক্ত হলো। খবর পেয়েই তিনি নিজ বাসার উদ্দেশে যাত্রা করেন।

করোনা শনাক্ত হওয়া নাফতালি বেনেটের কন্যা অবশ্য আগেই ভ্যাকসিন নিয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর। তবে তার শরীরে ওমিক্রন বা ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে কিনা সেটি জানানো হয়নি।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩