
আখেরি মোনাজাতের
মধ্য দিয়ে রোববার (২২ জানুয়ারি) শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এর আগে ইজতেমার
দ্বিতীয় দিনে শনিবার (২১ জানুয়ারি) লাখো মুসল্লির দোয়া প্রার্থনা ও তাবলীগের বিভিন্ন
দেশের মুরুব্বীদের বয়ানের মধ্য দিয়ে অতিবাহিত হয়।
কালেমা, নামাজ
মুলিমীন ও তাসহীহে নিয়ত নিয়ে সকালে বিস্তারিত বয়ান করেন ভারতের মাওলানা ইয়াকুব ছিলানী।
এই বয়ানের বাংলায় তাৎক্ষণিক অনুবাদ করেন মাওলানা মনির বিন ইউসুফ।
ওমর তুর্কি বাদ
জোহর বয়ান করেন। বাদ আসর বয়ান করেন মাওলানা ইলিয়াস বিন সাদ ও এর বাংলায় তরজমা করেন
মুফতি ওসামা ইসলাম। বাদ মাগরিব বয়ান করেন মাওলানা আব্দুস সাত্তার নিজামুদ্দিন, বাংলায়
তরজমা করেন মুফতি জিয়া বিন কাসিম।
রোববার (২২ জানুয়ারি)
বাদ ফজর বাংলাদেশি মুরসালিন, হেদায়াতী বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন কান্ধলভী।
এর বাংলা তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসিম। এরপর আখেরি মোনাজাতও পরিচালনা করবেন
মাওলানা ইউসুফ বিন কান্ধলভী।
আখেরি মোনাজাতের
মধ্য দিয়ে রোববার (২২ জানুয়ারি) শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এর আগে ইজতেমার
দ্বিতীয় দিনে শনিবার (২১ জানুয়ারি) লাখো মুসল্লির দোয়া প্রার্থনা ও তাবলীগের বিভিন্ন
দেশের মুরুব্বীদের বয়ানের মধ্য দিয়ে অতিবাহিত হয়।
কালেমা, নামাজ
মুলিমীন ও তাসহীহে নিয়ত নিয়ে সকালে বিস্তারিত বয়ান করেন ভারতের মাওলানা ইয়াকুব ছিলানী।
এই বয়ানের বাংলায় তাৎক্ষণিক অনুবাদ করেন মাওলানা মনির বিন ইউসুফ।
ওমর তুর্কি বাদ
জোহর বয়ান করেন। বাদ আসর বয়ান করেন মাওলানা ইলিয়াস বিন সাদ ও এর বাংলায় তরজমা করেন
মুফতি ওসামা ইসলাম। বাদ মাগরিব বয়ান করেন মাওলানা আব্দুস সাত্তার নিজামুদ্দিন, বাংলায়
তরজমা করেন মুফতি জিয়া বিন কাসিম।
রোববার (২২ জানুয়ারি)
বাদ ফজর বাংলাদেশি মুরসালিন, হেদায়াতী বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন কান্ধলভী।
এর বাংলা তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসিম। এরপর আখেরি মোনাজাতও পরিচালনা করবেন
মাওলানা ইউসুফ বিন কান্ধলভী।
বিদেশিদের অংশগ্রহণ
গত দু’বছর করোনার
কারণে ইজতেমা অনুষ্ঠিত হয়নি। ফলে এ বছর ইজতেমায় অংশ নিতে পেরে বিদেশিরা উচ্ছ্বসিত।
দ্বিতীয় পর্বে শনিবার পর্যন্ত ভারত, পাকিস্তান, সৌদি আরব, কাতার, জর্ডান, মালয়েশিয়া,
ইন্দোনেশিয়াসহ ৬১টি দেশের সাত হাজার ২৫ জন বিদেশি অংশগ্রহণ করেন। এরমধ্যে অনেকেই এখনও
পথে রয়েছেন বলে জানিয়েছেন ইজতেমার গণমাধ্যম বিষয়ক সমম্বয়ক মো. সায়েম।
যৌতুকবিহীন বিয়ের
আয়োজন
টঙ্গীর তুরাগতীরে
ইজতেমার দ্বিতীয় দিনে আয়োজন করা হয় যৌতুকবিহীন বিয়ে। ভারতের মাওলানা সা’দ বিন কান্ধলভীর
ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সা’দ কান্ধলভী এই বিয়ে পরিচালনা করেন।