Logo
শিরোনাম

আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় দফতরিকে হত্যা

প্রকাশিত:শুক্রবার ১১ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১২৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদ্রাসা দফতরিকে হত্যার দায়ে মো. ছৈয়দুল আমিন (১৭) নামে একই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নাইক্ষ্যংছড়ির আমতলী মাঠ এলাকা তাকে গ্রেফতার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার ৮ নভেম্বর রাত ৮টার দিকে নাইক্ষ্যংছড়ির আমতলী বাজার থেকে বাড়ি ফেরার পথে ফজুর ছড়া নামক স্থানে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন দিদার আলম। নিহত দিদার আলম স্থানীয় মহিউসসুন্নাহ মাদ্রাসায় খন্ডকালীন দফতরি হিসেবে নিয়োজিত ছিলেন। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকারী মো. ছৈয়দুল আমিনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

মো. শাহজাহান জানান, গ্রেফতারকৃত ছৈয়দুল আমিন হত্যার দায় স্বীকার করে জানায়- একটি মেয়ের সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় এবং এ নিয়ে বাকবিতন্ডা হওয়ায় সে দিদার আলমকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

নিউজ ট্যাগ: হত্যা

আরও খবর