
টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি
কাজের চেয়ে ব্যক্তিগত কারণেই খবরের শিরোনামে আসেন বেশি। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও
ব্যাপক সরব তিনি। সামাজিকমাধ্যমে ব্যক্তিগতজীবনের নানা মুহূর্তের ছবি শেয়ার করে থাকেন।
আর এসব বিষয় নিয়ে মাঝে মাঝে ট্রলের শিকার হন জনপ্রিয় এই নায়িকা।
শ্রাবন্তীর সমালোচনা হয় সাজের কারণে, কখনো
পোশাকের কারণে, আবার কখনো ক্যাপশনের কারণে। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট মানেই
আলোচনা। আর এসবে অভ্যস্ত এ টালি তারকা।
আজ ১৩ আগস্ট জন্মদিন এ নায়িকার। প্রতি
বছর ছেলের সঙ্গে কাটানোর চেষ্টা করেন জীবনের বিশেষ দিনটি। ছেলে নিয়েও একাধিক সময় নানা
প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে।
জন্মদিন উপলক্ষ্যে এক বিশেষ সাক্ষাৎকারে
কথা বলেন শ্রাবন্তী। এ সময় তার বয়স জানতে চাওয়া হলে শ্রাবন্তী বলেন, ‘বয়স নিয়ে আমার
কোনো গোপনীয়তা নেই। আমার বয়স সবাই জানে। আসলে বয়স লুকিয়ে রাখায় আমি বিশ্বাসী নই। আমি
কবে মা হয়েছি, কবে কাজ শুরু করেছি, সবটাই ভক্তরা জানে। আমি কতটা নিজেকে মেনটেইন করতে
পারছি, সেটি আমার কাছে গুরুত্বপূর্ণ।’