Logo
শিরোনাম

আরও একটি রহস্যময় বস্তু ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত:সোমবার ১৩ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ৫৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রবিবার আরও একটি উড়ন্ত রহস্যজনক বস্তু ভূপাতিত করেছে মার্কিন যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্র-কানাডার সীমান্তবর্তী লেক হিউরন এলাকায় চতুর্থ উড়ন্ত বস্তুটিকে ভূপাতিত করা হয়।

ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে মার্কিন আকাশে চীনের নজরদারি বেলুনের খোঁজ মেলে। তারপরই যুক্তরাষ্ট্র জানিয়েছিল, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা চীনের বড় কর্মযজ্ঞের একটা অংশ।

তবে চীন যুক্তরাষ্ট্রের এই দাবি অস্বীকার করে। বেইজিং জানিয়েছে প্রথম বেলুনটি তাদের এবং এটা আবহাওয়া পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত হয়েছিল। আর বেলুন নিয়ন্ত্র হারিয়ে মার্কিন আকাশ সীমায় প্রবেশ করেছিল।

মিশিগান অঙ্গরাজ্যের প্রতিনিধি এলিসা স্লটকিন বলেছেন, মার্কিন বিমান বাহিনী ও ন্যাশনাল গার্ডের পাইলটরা ওই বস্তুটিকে ভূপাতিত করেছে।

তবে বস্তুটি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি মার্কিন প্রতিরক্ষা দপ্তর।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩