Logo
শিরোনাম

আর্থিক অনটনে সপ্তাহের কাজের দিন কমাতে চায় পাকিস্তান

প্রকাশিত:মঙ্গলবার ২৪ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৫৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আর্থিক অনটনে জেরবার পাকিস্তানে সাশ্রয়ের জন্য সপ্তাহে কাজের দিন কমানোর প্রস্তাব নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। কাজের দিন কমানোর সঙ্গে সরাসরি যোগ রয়েছে জ্বালানি সাশ্রয়ের বিষয়টি। মনে করা হচ্ছে এর ফলে প্রায় ২৭০ কোটি আমেরিকান ডলার বাঁচাতে পারবে পাকিস্তান।

স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তান হিসাব করে দেখেছে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে এই সাশ্রয়ের পরিমাণ দেড়শো কোটি ডলার থেকে ২৭০ কোটি ডলার হতে পারে।

গত আর্থিক বছরের তুলনায় এই সময় পাকিস্তানের জ্বালানি তেল আমদানি বেড়েছে প্রায় ৯৬ শতাংশ। পেট্রোপণ্যের আমদানি হয়েছে প্রায় ৮৫০ কোটি ডলারের। বৃদ্ধি ১২১ শতাংশ। অপরিশোধিত তেল আমদানি হয়েছে ৪২০ কোটি ডলারের। বৃদ্ধির নিরিখে যা ৭৫ শতাংশ।

সংশ্লিষ্ট মহলের এক সরকারি কর্তা জানিয়েছেন, শক্তি ও বিদ্যুৎ দফতরকে সম্ভাব্য খরচের আভাস দিতে বলা হয়েছে। যাতে কী ভাবে কোন কোন জায়গায় খরচ কমানোর পরিসর তৈরি করা যায়, তা বের করা যায়। তিনি আরও জানান, সরকারি দফতর, ব্যবসা, শিক্ষাপ্রতিষ্ঠান-সহ বিভিন্ন জায়গায় যদি কাজের দিন কমানো যায় তবে এই বিপুল আমদানি ব্যয় কমানো সম্ভব হবে।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩