Logo
শিরোনাম

আতর ও টুপির দোকানে বাড়ছে ভিড়

প্রকাশিত:সোমবার ০৪ এপ্রিল ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১০৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পবিত্র মাহে রমজান উপলক্ষে নগরের আন্দরকিল্লা শাহি জামে মসজিদ ও জমিয়তুল ফালাহ মসজিদের সামনে আতর, টুপি ও তসবি দোকানে ধর্মপ্রাণ মুসলমানদের ভিড় বেড়েছে। সারা বছর ব্যবহার করলেও রমজানে নতুন টুপি আর আতর ব্যবহার করতে পছন্দ করেন মুসাল্লিরা। গেল বছর রোজায় টুপি ও আতরের ব্যবসা না হলেও এই বছর রোজায় টুপি ও আতরের ব্যবসা মোটামুটি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। দুপুরে আন্দরকিল্লা মার্কেটে ও মসজিদের সামনে অস্থায়ী দোকানগুলোতে জমজমাট ছিল টুপি ও আতর বিকিকিনি। 

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, টুপির তুলনায় আতরের বিক্রি অনেক কম। গত দুই রোজায় করোনার কারণে টুপি-আতরের ব্যবসা হয়নি। এই রোজায় আতর, টুপির দোকানে ভিড় করছেন ক্রেতারা। যার যার চাহিদা ও পছন্দের সুগন্ধি কিনছেন তারা। আতর পাওয়া যাচ্ছে ১০০ থেকে ৩০০ টাকার মধ্যে। দেশি আতরের মধ্যে হাসনাহেনা, রজনীগন্ধা, গোলাপ, বেলি, নাইট ফ্লাওয়ারের চাহিদা কিছুটা বেশি। দেশের বাজারের বেশিরভাগ আতরই আসে মধ্যপ্রাচ্য থেকে। 

আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের আল ফারুক ক্যাপ অ্যান্ড আতর হাউজের মালিক আহাম্মেদ ফরহাদ বলেন, গত দুই বছর করোনার কারণে  টুপি ও আতরের ব্যবসা হয়নি। রোজার শুরুতে মানুষজন মার্কেটে টুপি ও আতরের কিনতে আসছে। নিজের পছন্দ মতো নিচ্ছে। ব্যবসা মোটামুটি হচ্ছে। 

এই মার্কেটের আল আরব আতর অ্যান্ড ক্যাপ হাউজের মালিক মো.গিয়াস উদ্দীন বলেন, এখানে বারো মাসই বেচাবিক্রি হয়। তবে রমজান মাসে আতর, টুপি ও তসবিহ বিক্রি বেড়ে যায়। আবার ঈদের আগে বিক্রি বেশি হয়।


আরও খবর