Logo
শিরোনাম

বাবা-ছেলের মারামারি থামাতে গিয়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত:রবিবার ১৮ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ১২৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জামালপুরের সরিষাবাড়ীতে প্রতিবেশী বাবা-ছেলের মারামারি থামাতে গিয়ে ঢিল লেগে মেহেরুন নেছা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাটারা ইউনিয়নে ফুলবাড়ীয়া এলাকায় বাবা ফরহাদ মিয়া ও ছেলে জিহাদ হাসানের মধ্যে মোবাইল ফোন কিনে দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। ছেলে জিহাদ হাসান রাগের মাথায় পাশে থাকা ইটের টুকরা দিয়ে বাবাকে উদ্দেশ্য করে ঢিল ছুঁড়ে মারলে ইটের ঢিলটি প্রতিবেশী রহিস উদ্দিনের স্ত্রী মেহেরুন নেছার বুকে লাগে। এতে ঘটনাস্থলেই মেহেরুন নেছার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ‌ঝগড়া থামাতে গিয়ে ইটের আঘাতে মেহেরুন নেছা নামে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজ ট্যাগ: গৃহবধূর মৃত্যু

আরও খবর