Logo
শিরোনাম

বাগেরহাটে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৯৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ভ্যান চালক মধু বাগচী হত্যা মামলার পলাতক আসামি বাবুল ফরাজীকে (৪৬) পুলিশের একটি দল চট্রগ্রামের আকবরশাহ এলাকা থেকে গ্রেফতার করেছে। গতকাল রাতে ফকিরহাট থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের নের্তৃত্বে পুলিশের একটি দল চট্রগ্রাম থেকে গ্রেফতারের পর বৃহস্পতিবার সকালে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত বাবুল ফরাজী বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাতবাড়িয়া গ্রামের কাইয়ুম ফরাজীর ছেলে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ২২ জানুয়ারি সন্ধ্যায় ফকিরহাট উপজেলার হোচলা গ্রামে ভ্যানচালক মধু বাগচীকে (৩৬) কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় বাবুল ফরাজী। এ ঘটনায় নিহতের স্ত্রী নিহতের ভাই বারিন বাগচী বাদী হয়ে বাবুল ফরাজীকে আসামী করে পরদিন ফকিরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট থানা পুলিশের একটি দল গতকাল রাতে চট্রগ্রামের আকবরশাহ এলাকা থেকে বাবুল ফরাজীকে গ্রেফতার করে ফকিরহাটে নিয়ে আসে। বৃহস্পতিবার সকালে বাবুল ফরাজীকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আরও খবর