Logo
শিরোনাম

বেলজিয়ামের রানী মাথিল্ডে বাংলাদেশ সফরে আসছেন আজ

প্রকাশিত:সোমবার ০৬ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ৫০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বেলজিয়ামের রানী মাথিল্ডে আজ সোমবার তিন দিনের সফরে (৬-৮ ফেব্রুয়ারি) বাংলাদেশে আসছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানীকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন কূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন জানান, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য নিয়োজিত ১৭ জন অ্যাডভোকেটের একজন হিসেবে বেলজিয়ামের রানী বাংলাদেশ সফরে আসবেন। বেলজিয়ামের কোনো রানীর এটিই প্রথম বাংলাদেশ সফর।

জানা গেছে, এ সফরের সময় বেলজিয়ামের রানী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা যাচ্ছে। এছাড়াও তিনি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, ঢাকা ও খুলনা জেলার একটি পোশাক কারখানা এবং স্থানীয় স্কুল ও বন্যার সঙ্গে সম্পর্কিত প্রকল্প পরিদর্শন করতে পারেন।

এদিকে গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২ এর দফা কতে দেওয়া ক্ষমতাবলে বেলজিয়ামের রানিকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রানী মাথিল্ডে বাংলাদেশে মেয়েদের শিক্ষা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, পারিবারিক সহিংসতার প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্যসেবার অগ্রগতি দেখার পাশাপাশি জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবেলা ও রোহিঙ্গা পরিস্থিতি সরজমিনে দেখবেন।

নিউজ ট্যাগ: রানী মাথিল্ডে

আরও খবর