Logo
শিরোনাম

বেটউইনার না ছাড়লে সাকিবকেই ছেড়ে দেবে বিসিবি

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ আগস্ট ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৫৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সরাসরি যুক্ত না হলেও নামি এক বেটিং প্রতিষ্ঠানের ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সাকিব আল হাসান। এ নিয়ে কয়েকদিন ধরে তোলপাড় বাংলাদেশের ক্রিকেট আঙিনা। তার মধ্যেই এলো বড় এক ঘোষণা। সাকিব যদি বেটিং প্রতিষ্ঠানে সঙ্গ ত্যাগ না করেন তাহলে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গেই তার কোনও সম্পর্ক থাকবে না বলে হুঁশিয়ারি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের!

আজ (বৃহস্পতিবার) সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, সাকিবের একটা চিঠি গতকাল (বুধবার) পাওয়ার কথা ছিল। আজকের (বৃহস্পতিবার) মধ্যে চলে আসার কথা। এরপর আমরা সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো। কোনোরকম (বেটিং প্রতিষ্ঠানে) সম্পৃক্ততা থাকলে অধিনায়কত্ব তো দূরের কথা, দলেই থাকবে না সে। সব ছেড়ে আসতে পারলেই কেবল এশিয়া কাপ খেলতে পারবে সাকিব।

এশিয়া কাপের এবারের আসর হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এই প্রতিযোগিতায় সাকিবের খেলা নির্ভর করছে বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়েছে কিনা, তার ওপর। কিন্তু প্রশ্ন হচ্ছে, সাকিব তো টেস্ট দলের অধিনায়ক, এই ফরম্যাটেও কি বিসিবি একই অবস্থানে থাকবে? পাপন এবার আরও কঠোর, বাংলাদেশের ক্রিকেটের সঙ্গেই কোনও সম্পর্ক থাকবে না। যার বেটিংয়ের সঙ্গে সম্পর্ক আছে, এরকম কারও বাংলাদেশের ক্রিকেটে জায়গা হবে না। ওর ছেড়ে আসতেই হবে, না হলে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গেই থাকবে না সাকিব।

বেটিং প্রতিষ্ঠান বেটউইনারের অঙ্গ প্রতিষ্ঠান ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম বেটউইনার নিউজের পণ্যদূত হয়েছেন সাকিব। এ রকম একটি প্রতিষ্ঠানের পণ্যদূত হওয়া দেশের আইন এবং ক্রিকেট নীতির সঙ্গে সাংঘর্ষিক। এই কারণে এতটা কঠোর অবস্থানে বিসিবি। বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে সাকিবকে স্পষ্ট বার্তা দেওওয়া হয়েছিল। কিন্তু সাকিব তাতে সাড়া দেননি। সাকিব তার অবস্থান বদলানোর কোনও সিদ্ধান্ত এখনও জানাননি বিসিবিকে।

জানা গেছে, সাকিবের আগে বেটউইনার নিউজ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ দলের আরেক ক্রিকেটারকে। কিন্তু বেটিং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হওয়ার কারণে সেই ক্রিকেটার প্রস্তাবটি ফিরিয়ে দেন। যদিও দ্বিগুণ অফারে সাকিব সেটি লুফে নেন!


আরও খবর