Logo
শিরোনাম

বগুড়ায় হত্যা মামলার আসামিকে কুপিয়ে খুন

প্রকাশিত:বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৭৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বগুড়ার ধুনট উপজেলায় হত্যা মামলার আসামি সুলতান আলীকে কুপিয়ে খুন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে ধুনট থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুলতান আলী (৩২) উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামের বাসিন্দা। তিনি একই গ্রামের রনজু মিয়া নামে এক কৃষককে হত্যা মামলায় এক নম্বর আসামি ছিলেন।

স্থানীয়রা জানান, সুলতান বুধবার সন্ধ্যার দিকে বাড়ির পাশের জলাশয়ে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করতে যান। এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মরদেহ দেখে পুলিশে সংবাদ দেয়।

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম জানান, নিহত ব্যক্তির নামে মাদকের কয়েকটি মামলাও রয়েছে। সম্প্রতি জামিনে মুক্ত হয়েছিলেন তিনি। তার মাথা, হাত ও দেহের বিভিন্ন স্থানে অন্তত ৭ থেকে ৮টি ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ আজ বৃহস্পতিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হবে।


আরও খবর