Logo
শিরোনাম

বহুতল ভবন থেকে পড়ে প্রাণ গেল ২ শ্রমিকের

প্রকাশিত:রবিবার ১৬ অক্টোবর ২০২২ | হালনাগাদ:বুধবার ০৮ নভেম্বর ২০২৩ | ৭৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর আদাবরে একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত হয়েছেন। রবিবার বিকালে আদাবরের মনসুরাবাদ এলাকার ৪-এ রোডের ২১ নম্বর বাড়ির সাততলায় কাজ করার সময় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রেজাউল (৩৫) ও নাজিম (৩০)। এ সময় রুবেল (২৫) এবং রিয়াজ (৩০) নামের আরও ২ শ্রমিক গুরুতর আহত হন।

স্থানীয়রা জানান, উপরের মাচা বেঁধে তারা বিল্ডিংয়ের বাইরের অংশে প্লাস্টারের কাজ করছিলেন। বিকাল ৪টার দিকে হঠাৎ করে বিকট শব্দ হয়। এ সময় সবাই দৌঁড়ে এসে দেখে বিল্ডিংয়ের উপর থেকে মাচা ভেঙে নিচে পড়ে গেছেন শ্রমিকরা। তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেজাউলকে মৃত ঘোষণা করেন। বাকি ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে নাজিমকে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ সময় গুরুতর আহত অবস্থায় আরও দুই শ্রমিককে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।

আদাবর থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, এ ঘটনায় আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সেখান থেকে শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ২ শ্রমিক মারা গেছেন। তাদের শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাকিদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আরও খবর