Logo
শিরোনাম

বিদেশি সেনারা ইউক্রেন পৌঁছেছে : জেলেনস্কি

প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৯৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রুশ সেনাদের প্রতিরোধে প্রথম ধাপে বিদেশি সেনারা ইউক্রেন পৌঁছেছে। দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়ার আক্রমণ প্রতিরোধে ইউক্রেনকে সহায়তা করতে প্রথম ধাপে বিদেশি যোদ্ধারা পৌঁছেছেন।

ভলোদিমির জেলেনস্কির বলেন,  ইউক্রেন ইতোমধ্যে বিদেশি যোদ্ধাদের স্বাগত জানিয়েছে। ১৬ হাজার যোদ্ধা ইউক্রেনের স্বাধীনতা এবং নাগরিকদের জীবন রক্ষায় যুদ্ধের পথে আছে। যদিও বিদেশি যোদ্ধারা কোন দেশ থেকে এসেছেন, জেলেনস্কি সেটা জানাননি।

এর আগে ইউক্রেন সরকার বিশ্বের মানুষদের রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেওয়ার আহ্বান জানান।

ইউক্রেন ন্যাটো জোট সদস্য না হওযায় পশ্চিমা দেশগুলো অস্ত্র দিয়ে সাহায্য করলেও এ যুদ্ধে সরাসরি সৈন্য পাঠাচ্ছে না। যুক্তরাষ্ট্র নাগরিকদের ইউক্রেনে যেতে নিরুৎসাহিত করেছে। তবে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ স্ট্রাস রোববার জানান- কোনো ব্রিটিশ নাগরিক যদি ইউক্রেনে গিয়ে যুদ্ধ করতে চায়- তাহলে তারা সমর্থন দেবেন।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩