Logo
শিরোনাম

বিমানবন্দরে হেনস্তার পর সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

প্রকাশিত:মঙ্গলবার ২৪ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৯৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

বিমানবন্দরে মির্জা আব্বাস হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তার মিডিয়া কো-অর্ডিনেটর আসিফ সোহান অভিযোগ করে বলেন, মির্জা আব্বাসের সব কাগজপত্র ঠিক থাকার পরও সকাল ৬টা থেকে সোয়া ৮টা পর্যন্ত তাকে বিমানবন্দরে হুইলচেয়ারে বসিয়ে রাখা হয়। বহু দেনদরবার ও যোগাযোগের পর ফ্লাইট ছাড়ার ঠিক আগ মুহূর্তে তাকে বিমানে উঠতে দেওয়া হয়েছে।

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে। তার সঙ্গে সিঙ্গাপুর গেছেন স্ত্রী আফরোজা আব্বাস, বড় ছেলে মির্জা ইয়াসের আব্বাস ও ছোট ছেলে মির্জা আজান। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

এর আগে গত ১৭ মে সকালে অসুস্থ হয়ে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। সেই সময় তার ব্যক্তিগত সহকারী সোহেল জানান, পেটের পীড়ায় অসুস্থ হয়ে হাসপাতালের গ্যাস্ট্রোলিভার বিভাগে ভর্তি হয়েছেন তিনি।

নিউজ ট্যাগ: মির্জা আব্বাস

আরও খবর