Logo
শিরোনাম

বইমেলায় তিন স্তরের নিরাপত্তা, হামলার আশঙ্কা নেই: ডিএমপি

প্রকাশিত:মঙ্গলবার ৩১ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৪৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আসন্ন বইমেলাকে কেন্দ্র করে কোনো হামলার আশঙ্কা নেই বলে জানিয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। তবে তিনি বলেছেন, বইমেলায় অতীতে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আর যেন এমন ঘটনা না ঘটে সেজন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে অমর একুশে বইমেলা-২০২৩ নিরাপত্তার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, তবু কোনো লেখক, প্রকাশক নিরাপত্তাহীনতায় নিরাপত্তা ঝুঁকি বোধ করে পুলিশকে জানালে তাদের বাড়তি নিরাপত্তা দেওয়া হবে।

তিনি বলেন, মেলা ঘিরে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগছি না।

উসকানিমূলক বক্তব্য ও লেখার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, কেউ যেন উসকানিমূলক বই প্রকাশ না করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে না লেখে। আমাদের সাইবার ইউনিট কাজ করবে‌। বইমেলায় আসতে লেখক-প্রকাশকরা কোনো ধরনের হুমকি মনে করলে আমাদেরকে অবহিত করলে আমরা ব্যবস্থা নেবো।

নিউজ ট্যাগ: ডিএমপি বইমেলা

আরও খবর