Logo
শিরোনাম

বিশ্ব করোনা: মৃত্যু ও শনাক্ত কমেছে

প্রকাশিত:রবিবার ১৯ জুন ২০২২ | হালনাগাদ:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | ৬৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যু উভয়ই কমেছে। এসময়ে ৭০৬ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছেন আরও ৩ লাখ ৬৩ হাজার ২১৬ জন। এর আগে শনিবার এক হাজার ৯১ জনের মৃত্যু এবং ৪ লাখ ৯৭ হাজার ২০৫ জন আক্রান্ত হয়েছিলেন।

রোববার (১৯ জুন) সকালে করোনার পরিসংখ্যানমূলক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের দেয়া তথ্যমতে, এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫৪ কোটি ৪০ লাখ ৫৫ হাজার ২৪৩ জন। আর মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৪০ হাজার ২৩৪ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় জার্মানিতে সবচেয়ে বেশি ৮০ হাজার ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সবচেয়ে বেশি ১৮১ জন মারা গেছেন তাইওয়ানে।

এ ছাড়া ব্রাজিলে মারা গেছেন ৯৪ জন এবং আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১২৭ জন।

যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭৪৯ জন এবং মারা গেছেন ২৪ জন।

রাশিয়ায় মারা গেছেন ৬৮ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৮২ জন।

উত্তর কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩৭০ জন এবং মারা গেছেন ৭৩ জন।

ইতালিতে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৯৭১ জন এবং মারা গেছেন ৪৫ জন।

জাপানে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৭৭৯ জন এবং মারা গেছেন ২৩ জন।

অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৯২৭ জন এবং মারা গেছেন ৬৪ জন।

চিলিতে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৭৮ জন এবং মারা গেছেন ৩২ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে।

 


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩