Logo
শিরোনাম

বিয়ের হাত থেকে বাঁচতে রোগী সেজে হাসপাতালে বর

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ আগস্ট ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ৩৭৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

স্কুলবেলায় শিক্ষকের বকুনি এড়াতে পেটব্যথা, জ্বরের অজুহাত শুনেছেন। তাই বলে বিয়ের হাত থেকে বাঁচতে রোগী সেজে হাসপাতালে বর, এমন কথা শুনেছেন কখনও? তবে এমনটাই ঘটেছে ভারতের তেলেঙ্গানায়।

ওই বরের নাম অন্বেষ। তিনি আমেরিকার একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করেন। ছুটিতে ভারতে ফিরে বিয়ের জন্য আংটিবদলও হয়ে যায়। দুই পরিবারের তরফেই ঠিক করা হয়, একই জায়গায় হবে বিয়ের সব অনুষ্ঠান। দেখতে দেখতে হাজির হলো বিয়ের দিন। আত্মীয়-স্বজনে ছয়লাপ দুই বাড়িই।

বিয়ের লগ্নের ঠিক আগে আসে অন্বেষ তার বাড়ির লোকদের জানান, পা পিছলে বাথরুমে পড়ে গিয়ে চোট পেয়েছেন তিনি। হাসপাতালে নিয়ে যেতে হবে তাকে। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে তাকে ছেড়েও দেওয়া হয় হাসপাতাল থেকে। তবে সেই চিকিৎসায় মোটেও সন্তুষ্ট হননি যুবক। ফের অসুস্থতার কথা বলতে থাকেন তিনি।

বাধ্য হয়েই পরিবারের লোকজন তাকে অন্য হাসপাতালে নিয়ে যান। তবে সেখানেও কোনো অসুস্থতা খুঁজে পাননি চিকিৎসকেরা। প্রায় পাঁচ ঘণ্টা নাটকের পরে অবশেষে জানা যায় আসল কারণ। কনের পরিবারের চাপের মুখে সত্যি কথাটা স্বীকার করতে বাধ্য হন যুবক। বিয়ের হাত থেকে বাঁচতেই এমন অসুস্থতার ভান করেছিলেন তিনি। ফাঁস হয়ে যায় সে কথা। শেষপর্যন্ত বিয়েটা হয়নি তার।

নিউজ ট্যাগ: হাসপাতালে বর

আরও খবর



সুবিধাবঞ্চিত শিশুদের খাবার বিতরণ করছে খুলনা এইড ফাউন্ডেশন

প্রকাশিত:মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ | ৭৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

খুলনা এইড ফাউন্ডেশন এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে সাথে দোয়া মাহফিল এর আয়োজন করা হইছে। শুক্রবার (২২ নভেম্বর) , সাউথ সেন্টাল রোড সিউসি স্কুলে ৮০ জন শুবিধা বঞ্চিতশিশুর মাঝে জুমার নামাজের পর বিরিয়ানি বিতরণ করা হয়।

খাবার পেয়ে শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে।

এ সময় উপস্থিত ছিলেন বখুলনা এইড ফাউন্ডেশনের অর্ধবিষয়ক সম্পাদক শেখ রতন সহ ফাউন্ডেশনের অনেক বিজ্ঞ-সদস্যবৃন্দ।

শিশুদের মাঝে খাবার বিতরণ প্রসঙ্গে আয়োজকরা বলেন, খুলনা এইড ফাউন্ডেশন নিয়মিত সমাজ সেবামুলক ও অসহায়-এতিম শিশুদের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে। আজ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খুলনা এইড ফাউন্ডেশনের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয়েছে। খুলনা এইড ফাউন্ডেশন সবসময় মানবিক সহযোগিতা নিয়ে সবার পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

সংগঠনটির সভাপতি রাসেদুলহক বলেন, সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতেই ইচ্ছেপূরণ ও অসহায় মানুষদের পাশে দাড়ানোর জন্যই এই খুলনা এইড ফাউন্ডেশনের যাত্রা। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী সবার সহযোগিতায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করছি। দেশে সুবিধাবঞ্চিত শিশুরা একটি নিরাপদ জীবন পাবে এবং এর পাশাপাশি শিক্ষার আলোয় আলোকিত হবে এমনটি স্বপ্ন দেখি।

২০২০ সালের ২ জুলাই সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে যাত্রা শুরু করে সংগঠনটি। ইতোমধ্যে খুলনা বিভাগের ১০টি জেলায় সহায়তা কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।



আরও খবর