
এখনো গাঁটছড়া বাঁধেননি টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। যদিও তার সমসাময়িক নায়িকারা বিয়ে করে সন্তানের মা হয়ে গেছেন। নিজেকে এখনও ‘হ্যাপিলি সিঙ্গেল’ রেখেছেন তিনি। বিয়ে নিয়ে তার চিন্তা অনেকটাই ‘নেতিবাচক’।
সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে বিয়ের বিষয়ে নিজের ভাবনা শেয়ার করেছেন মিমি। সেখানে
দেখা গেল— বিয়ের আগেই ডিভোর্সের চিন্তা ঘুরপাক খাচ্ছে অভিনেত্রীর
মাথায়।
মিমির ভাষ্য, অর্ধেকের বেশি বিয়ে টেকে না। স্টোরিতে মিমি লিখেছেন— ৫০ শতাংশ বিয়ে গড়ায় ডিভোর্সে।
ভক্তরা ধারণা করছেন, মজার ছলেই বিষয়টি লিখেছেন অভিনেত্রী মিমি। মাঝেমধ্যেই সামাজিকমাধ্যমে
এমন মজার পোস্ট শেয়ার করেন তিনি।
একের পর এক সিনেমা করে হিট লিস্টে নিজের নাম লিখিয়ে নিয়েছেন মিমি। কাজ নিয়েই সব
ব্যস্ত সময় কাটছে তার। অবসরটুকু দেন পরিবারকে। জানা গেছে, খুব শিগগিরই বলিউডে অভিষেক
হতে চলেছে মিমির।