Logo
শিরোনাম

বরগুনার বহুল আলোচিত রিফাত হত্যা মামলা, পলাতক মুসা বন্ড গ্রেফতার

প্রকাশিত:শনিবার ০৪ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১২৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত আসামি মুসা বন্ড (২৩)-কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১ টার দিকে শহরের মাছ বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। রিফাত হত্যা মামলাসহ মুসা বন্ডের বিরুদ্ধে বরগুনা সদর থানায় পাঁচটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

মুসা বরগুনা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ধানসিঁড়ি এলাকার কামাল খানের ছেলে। রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি পুলিশের ক্রস ফায়ারে নিহত নয়ন বন্ডের অনুসারী ছিলো মুসা খান ওরফে মুসা ভন্ড। রিফাত শরীফ হত্যার পর থেকে দীর্ঘদিন সে পলাতক ছিল। জনমনে সন্দেহ ছিলো পুলিশ হয়তো সামাজিক অপরাধের শীর্ষ মুসা বন্ডকে গুম করে দিয়েছে। মুসা বন্ড কিশোর বয়স থেকেই মাদক, ইভটেজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধে জড়িয়ে পড়ে।

বরগুনা সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম বলেন, রিফাত হত্যাকাণ্ডের পর মুসা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেয়। এ মামলার বিচার কাজ চলাকালীন পর্যন্ত তিনি ভারতে পালিয়ে ছিলেন। এ হত্যাকাণ্ডের আগে মারামারিসহ বিভিন্ন অভিযোগে মুসার বিরুদ্ধে বরগুনা থানায় চারটি মামলা দায়ের হয়। সেসব মামলায় মুসার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

তিনি আরও বলেন, রিফাত হত্যা মামলায় মুসা বেকসুর খালাস পেলেও এ মামলা চলাকালীন সময়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। কিন্তু মামলায় তিনি খালাস পাওয়ার পরও সেই সংক্রান্ত কোনো কাগজপত্র বরগুনা থানায় আসেনি তাই তাকে এ মামলাসহ অন্য চারটি মামলায় গ্রেফতার দেখানো হবে। শনিবার মুসাকে বরগুনার আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি।



আরও খবর