Logo
শিরোনাম

বৃষ্টিতে ভিজতে বেরিয়ে প্রাণ গেলো দুই শিশুর

প্রকাশিত:বুধবার ২০ জুলাই ২০22 | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১০৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নীলফামারীতে তীব্র গরমে স্বস্তির বৃষ্টিতে ভেজার পর পুকুরে গোসল করতে নেমে মিজান (১১) ও শাওন আলী (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ জুলাই) দুপুরে সদর উপজেলার বেড়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু মিজান রহমান বানিয়া পাড়া গ্রামের রফিক ইসলামের ছেলে এবং শাওন আলী একই এলাকার আজিজুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানান, আজ দুপুরে বৃষ্টি শুরু হলে মিজান ও শাওন বৃষ্টির পানিতে ভিজে পুকুরে গোসল করতে নামে। এসময় হঠাৎ করে তারা পুকুরে ডুবে যায়। স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নীলফামারী আধুনিক সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক গোলাম কিবরিয়া জানান, পানিতে ডুবে যাওয়া দুই শিশু হাসপাতালে আসার আগেই মারা যায়। হাসপাতালে আসার পর তাদের মৃত ঘোষণা করা হয়।

চাপড়া সরমজানী ইউনিয়ের চেয়রম্যান মো. জাহাঙ্গীর আলম শাহ্ ফকির জানান, বেড়াডাঙ্গা এলাকার বানিয়া পাড়া গ্রামে পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর খবর আমি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


আরও খবর