বিএনপির এমপিদের পদত্যাগে জাতীয় সংসদে শূন্য হওয়া আসনগুলোর চারটির উপ-নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী প্রার্থীদের নাম জানান।
তিনি বলেন, দলটির মনোনয়ন বোর্ড ঠাকুরগাঁও-৩ আসনের জন্য হাফিজ উদ্দিন আহম্মেদকে, বগুড়া-৬ আসনে মো. নূরুল ইসলাম ওমরকে, বগুড়া- ৪ আসনে শাহীন মোস্তফা কামাল ও ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে মো. রেজাউল ইসলাম ভূঁইয়াকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
এ আসনগুলোতে আগামী ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ১০ ডিসেম্বর রাজধানীতে ঢাকা বিভাগীয় গণসমাবেশে বিএনপির সাত সংসদ সদস্য পদত্যাগের ঘোষণা দেন। পরে তারা জাতীয় সংসদে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। এর মধ্যে একটি সংরক্ষিত নারী আসন। আগামী ১ ফেব্রুয়ারি ছয়টি আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।