Logo
শিরোনাম

চীনে বন্যার কবলে ২০ লাখেরও বেশি মানুষ

প্রকাশিত:মঙ্গলবার ১২ অক্টোবর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৪০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চীনের শানশি প্রদেশে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ২০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রদেশটির ৭০টিরও বেশি এলাকায় ভারি বৃষ্টির কারণে ভূমিধস হয়। এতে ধ্বংস হয়ে গেছে ১৭ হাজারেরও বেশি ঘরবাড়ি। ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা।

চীনের হেনান প্রদেশের ভয়াবহ বন্যায় তিন শতাধিক মানুষের মৃত্যুর তিন মাসেরও কম সময়ের মধ্যে আকস্মিক বন্যার কবলে দেশটির আরেক প্রদেশ শানশি। প্রদেশটির অন্তত ৭০টি এলাকায় এ বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ১৭ হাজারেরও বেশি ঘরবাড়ি। ভেঙে পড়েছে গাছপালা, তলিয়ে গেছে রাস্তাঘাটও।

এতে বাস্তচ্যুত হয়েছে শানশির অন্তত ২০ লাখ মানুষ। এর মধ্যে এক লাখ ২০ হাজারের বেশি মানুষকে জরুরি ভিত্তিতে সরিয়ে অন্যত্র নেয়া হয়েছে। গেল সপ্তাহেই প্রদেশটিতে গড়ে ১৮৫.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় যা ১৯৮১ থেকে ২০১০ সালের অক্টোবর মাসের মধ্যে সর্ব্বোচ্চ।

অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে চীনের কয়লা উৎপাদনকারী প্রদেশগুলোর মধ্যে অন্যতম শানশিতে এখন খনি এবং রাসায়নিক কারখানার কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযানও।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩