Logo
শিরোনাম

চেয়ারে বসা নিয়ে সিলেটে বিএনপির চেয়ার ছোড়াছুড়ি

প্রকাশিত:শনিবার ১৮ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১২৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
এ সময় সুরমা মার্কেট ও তালতলা এলাকারা ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন। পরে বিএনপির শীর্ষ নেতাদের প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয়

সিলেটে বিএনপির সমাবেশ শুরুর আগেই হাতাহাতি, চেয়ার ছোড়াছুড়ি ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।শনিবার বিকেল ৩টার দিকে শহরের রেজিস্ট্রার মাঠে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা জানান, সমাবেশস্থলের সামনের চেয়ারে বসা নিয়ে এক পক্ষের সঙ্গে অন্যপক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে চেয়ার ছুড়াছুড়ি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সুরমা মার্কেট ও তালতলা এলাকারা ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন। পরে বিএনপির শীর্ষ নেতাদের প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয়।

এদিকে সমাবেশে যোগ দিতে দুপুরে বিমানে করে সিলেটে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার শীর্ষ নেতা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন মির্জা ফখরুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

নিউজ ট্যাগ: সিলেট

আরও খবর