Logo
শিরোনাম

চিনি সরবরাহে কোনো ঘাটতি নেই: বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত:রবিবার ২৩ অক্টোবর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৮২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে চিনি সরবরাহে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। চিনি আমদানিতে ঋণপত্র খোলা ও নিষ্পত্তির তথ্য বিশ্লেষণ করে জাতীয় স্বার্থে বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে।

রবিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের তুলনায় চলতি বছরে চিনি সরবরাহে কোনো ঘাটতি নেই। এছাড়া, খুব শিগগিরই আরো এক লক্ষ টন চিনি আমদানি করা হচ্ছে। একটু তদারকি করলে চিনির বাজার স্বাভাবিক হবে বলে আমরা আশাবাদী।

বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জী এম আবুল কালাম আজাদ বলেন, ২০২১ সালে ১৭ লাখ টন চিনি আমদানি করা হয়েছে। চলতি বছরের প্রথম ১০ মাসে প্রায় সাড়ে ১৬ লাখ টন চিনি আমদানি করা হয়েছে। পাইপলাইনে আছে আরো এক লাখ টন। যা খুব শিগগিরই দেশে আসবে। সব মিলিয়ে দেশে চিনি সরবরাহে কোন ঘাটতি নেই।

বাংলাদেশ ব্যাংক কেনো এসব বিজ্ঞপ্তি দিয়েছে জানতে চাইলে তিনি বলেন, জাতীয় স্বার্থে বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারে বিশেষ নজর রাখছে। বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগের সাথে আলোচনা করেই বাংলাদেশ ব্যাংক এমন উদ্যোগ নিয়েছে।

নিউজ ট্যাগ: বাংলাদেশ ব্যাংক

আরও খবর

এলপিজির দাম আরও বাড়ল

বৃহস্পতিবার ০২ নভেম্বর 2০২3