Logo
শিরোনাম

চকরিয়ায় গুলি করে আ.লীগ নেতাকে হত্যা, গুলিবিদ্ধ আরো ৯

প্রকাশিত:মঙ্গলবার ১৭ আগস্ট ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৭৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
নিহত নাসির উদ্দিনের লাশ চরকিরয়া উজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত নয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে

কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড়বিওয়ালা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারমপ্রার্থী, সাবেক ছাত্র নেতা ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের নেতা নাসির উদ্দিন নোবেল সিকদারকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরো নয়জন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত নাসির উদ্দিনের লাশ চরকিরয়া উজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত নয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চরকিরয়ার উজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: ফয়সাল এ তথ্য জানিয়েছেন।

আহতরা হলেন- আজিজুল হক (৫০), মিজানুর রহমান (৩১), আবুল কালাম (২১), নুরুল কাদের (৪৪), জাফর আলম (৫০), জাহিদুল ইসলাম (২৪), সরোয়ার হোসেন (৪২), মোহম্মদ শফি (৩৮)। তাদের সবার গ্রামের বাড়ি ওই ইউনিয়নের সিকদপাড়ায়।

চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ঘটনা শুনেই পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার দিলে মামলা নেয়া হবে। এর আগেই জড়িতদের ধরতে পুলিশের কয়েকটি টিমকে অভিযানে পাঠানো হয়েছে। অভিযান চালিয়ে স্থানীয় নাদের হোসেনের পুত্র হেলাল উদ্দিন (৩৬) ও আলী হোসেনের পুত্র নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।


আরও খবর