চট্টগ্রামের দামপাড়া এলাকায় নির্মাণাধীন মেরিডিয়ানের একটি বহুতল ভবনে আগুন লেগেছে। রবিবার (২০ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে এই ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. সামশুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘খবর পেয়ে বিকাল ৩টা থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। নন্দনকানন, আগ্রাবাদ ও চন্দনপুরা ইউনিটের আটটি গাড়ি কাজ করছে।’