Logo
শিরোনাম

নেদারল্যান্ডকে ১৪৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

প্রকাশিত:সোমবার ২৪ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৭১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্যাট হাতে ভালো করতে পারেনি বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে ৪৩ রানের ওপেনিং জুটি পেলেও ৮ উইকেটে ১৪৪ রানে আটকে গেছে বাংলাদেশের বাংলাদেশ।

সৌম্য সরকার ও নাজমুল শান্ত ওপেনিং করতে নামেন। বাঁ-হাতি সৌম্য ১৪ বলে দুই চারে ১৪ রান করে প্রথমে ফিরে যান। এরপর নাজমুল শান্ত ২০ বলে চারটি চারে ২৪ রান করে সাজঘরে ফেরেন। সুইপ খেলতে গিয়ে ক্যাচ দেন তিনিও। লিটন দাস আউট হন ১১ বলে ৯ রান করে। তিনিও শট খেলতে গিয়ে আউট হন।

পরেই সাজঘরে ফিরে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। জোরের ওপর শট খেলেও সীমানায় ক্যাচ দেন মাত্র ৭ রান করে। সুবিধা করতে পারেননি ইয়াসির রাব্বিও। তিনি মাত্র ৩ রান করে বোল্ড হয়েছেন।

দলের পক্ষে ২৭ বলে দুই চার ও দুই ছক্কায় সর্বোচ্চ ৩৭ রান করেছেন আফিফ হোসেন। তার আগে আউট হন নুরুল হাসান ১৮ বলে করতে পারেন মাত্র ১৩ রানে। শেষে মোসাদ্দেক ১২ বলে দুই চার ও এক ছক্কায় ২০ রান করেন।  ডাচরা ইনিংসে অতিরিক্ত রান দিয়েছে ১৫টি।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, নাজমুল শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, ইয়াসির রাব্বি, নুরুল হাসান, মোসাদ্দেক, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ওডড, বিক্রমজিৎ সিং, ডি লিডে, কলিন আকারম্যান, টম কুপার, স্কট এডওয়ার্ড, টিম পিঙ্গেল, লরগান ভ্যান বিক, শারিজ আহমেদ, ফ্রেড ক্লাসেন, পল ভ্যান মিকিরেন।


আরও খবর