Logo
শিরোনাম

ডেঙ্গু জ্বরে শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত

প্রকাশিত:শনিবার ১৪ আগস্ট ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৫৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীতে ডেঙ্গু জ্বরে শিশুরা ব্যাপক হারে আক্রান্ত হচ্ছে। আক্রান্তদের ৬০ ভাগেরই বয়স ৫ থেকে ১৮ বছরের মধ্যে।

চিকিৎসকরা বলছেন, এখন শিশুরা জ্বরে আক্রান্ত হলে ডেঙ্গু ধরে নিয়েই চিকিৎসা করতে হবে। ডেঙ্গুর কারণে রক্তক্ষরণ ও ডেঙ্গু শক সিনড্রমজনিত জটিলতা এড়াতে পর্যাপ্ত পানি ও খাবার স্যালাইন দেয়ার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কোন ধরনের ব্যথানাশক না দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ জন শিশু এই হাসপাতালে ভর্তি হচ্ছে। তাদের মধ্যে ষাট শতাংশের বয়স ৫ থেকে ১৮ বছর বয়সের মধ্যে। আর ডেঙ্গুপ্রবণ ঢাকার মিরপুর, রামপুরা-বনশ্রী থেকেই আসছে বেশির ভাগ শিশু। তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক এবং ডেঙ্গু শক সিনড্রম নিয়ে ভর্তি হচ্ছে বলে জানিয়েছে ঢাকা শিশু হাসপাতালের উপ-পরিচালক ডা. প্রবীণ কুমার সরকার।


আরও খবর