Logo
শিরোনাম

দেশে করোনায় ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু

প্রকাশিত:বুধবার ১৩ জানুয়ারী ২০২১ | হালনাগাদ:শনিবার ২৩ জানুয়ারী ২০২১ | ৪৮জন দেখেছেন
Share
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ছয়জন ও নারী আটজন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৮৩৩ জনে। এই সময়ের মধ্যে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ৮৯০ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ৯১০ জন।

বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯৯টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৩৩৮টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৭২৭টি নমুনা পরীক্ষা করা হয়।

এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন চার লাখ ৬৯ হাজার ৫২২ জন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পঞ্চাশোর্ধ্ব চারজন এবং ষাটোর্ধ্ব ১০ জন রয়েছেন। বিভাগীয় হিসেব অনুযায়ী, মৃতদের মধ্যে ঢাকায় ১০জন, চট্টগ্রামে দুইজন, খুলনায় একজন এবং সিলেটের একজন রয়েছেন।

Share


এই সম্পর্কিত আরও খবর

পথচারী বাঁচাতে রোগীবাহী অ্যাম্বুলেন্স উল্টে নিহত ২

মহেশখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩ শিশু

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৫, শনাক্ত ৬১৯

পাবনায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ২ যাত্রী নিহত

অতিথি পাখিতে মুখর কুমিল্লার পুকুর-দীঘি-জলাশয়

বঙ্গবন্ধু সেতুতে তীব্র যানজট: গাড়ি চলছে সীমিত আকারে

চাঁদপুরের মতলব উত্তরে সাত স্থানে ১৪৪ ধারা জারি

করোনায় সাড়ে আট মাসে সর্বনিম্ন মৃত্যু

যন্ত্রণা সহ্য করতে না পেরে স্বামীর আত্মহত্যা

অবৈধ যৌন উত্তেজক ওষুধ বিক্রি করায় দুই নারীকে জরিমানা