Logo
শিরোনাম

ঢাবিতে ভর্তি পরীক্ষার রেকর্ড সংখ্যক আবেদন

প্রকাশিত:মঙ্গলবার ২৩ মার্চ ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৫৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
পাঁচটি ইউনিটে মোট শিক্ষার্থী ভর্তির আবেদন করেছিল ২ লাখ ৭৬ হাজার ৩৯১ জন। তবে এ বছর মাত্র ১৫ দিনেই ৫টি ইউনিটে মোট আবেদন পড়েছে দুই লাখ ৭৭ হাজার

কারিগরি জটিলতার কারণে অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষার কার্যক্রম টানা তিনদিন বন্ধ থাকলেও এবার রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ভর্তি অফিস।২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন এখনও চলছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস থেকে জানা যায়, এখন পর্যন্ত গতকাল সোমবার (২২ মার্চ) ক ইউনিটে মোট আবেদন জমা পড়েছে এক লাখ ১০ হাজার, খ ইউনিটে ৩৬ হাজার, গ ইউনিটে ২১ হাজার, ঘ ইউনিটে ৯৫ হাজার এবং চ ইউনিটে ১৫ হাজার। গত ৮ মার্চ থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

২০১৯-২০ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটে মোট শিক্ষার্থী ভর্তির আবেদন করেছিল ২ লাখ ৭৬ হাজার ৩৯১ জন। তবে এ বছর মাত্র ১৫ দিনেই ৫টি ইউনিটে মোট আবেদন পড়েছে দুই লাখ ৭৭ হাজার।

অনলাইন ভর্তি কমিটির তথ্য মতে, আবেদন শুরু হওয়ার পর প্রতিদিন গড়ে ৫০-৬০ হাজার করে আবেদন আসছিল। এ কারণে কারিগরি জটিলতায় তিনদিন প্রক্রিয়াটি বন্ধও ছিল।


আরও খবর