Logo
শিরোনাম

ঢাকা মাতাবেন কবীর সুমন

প্রকাশিত:বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৫০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জীবনমুখী গানের বিখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। তাকে নিয়ে কবীর সুমন লাইভ ইন ঢাকা ২০২২ নামের একটি ফেসবুক ইভেন্ট খোলা হয়েছে। সেখানে জানানো হয়, পিপহোল ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে আগামী ১৫, ১৮, ২১ অক্টোবর এ তিনদিন গান শোনাবেন তিনি। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পিপহোল ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের অন্যতম অংশীদার ফুয়াদ বিন ওমর বলেন, আমাদের প্রস্তুতি শেষ হয়েছে। টিকিট এখনো ছাড়া হয়নি। সপ্তাহখানেকের মধ্যেই ছাড়া হবে। আগামী ১৫ অক্টোবর আধুনিক গান নিয়ে দর্শকদের সামনে মঞ্চে সুমন গাইবেন আধুনিক বাংলা গান, ১৮ অক্টোবর বাংলাদেশে প্রথমবারের মতো সুমন গাইবেন তার লেখা আধুনিক বাংলা খেয়াল, আর ২১ অক্টোবর আবার আধুনিক বাংলা গান গাইবেন সুমন। এ অনুষ্ঠান বিদেশ থেকেও দেখার ব্যবস্থা করা হবে। অনলাইলে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে দেখতে পারবেন এ অনুষ্ঠান।

ফেসবুকের ইভেন্টে দাবি করা হয়, কবীর সুমন শেষবারেরর মতো বাংলাদেশে গান গেয়েছিলেন ২০০৯ সালের ১৬ অক্টোবর। ঠিক ১৩ বছর পর তিনি আবার মঞ্চে উঠতে যাচ্ছেন বাংলাদেশের মাটিতে।

নিউজ ট্যাগ: কবীর সুমন

আরও খবর