Logo
শিরোনাম

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত:মঙ্গলবার ১৫ জুন ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৩৬০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ৩৫ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে সাড়ে ৩ ঘণ্টা। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার (১৫ জুন) সকাল থেকে ওই যানজট শুরু হয়।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার পথ। এই সামান্য পথটুকু যেতে সময় লাগার কথা ৩৫ মিনিট। কিন্তু সকাল থেকে গাড়িতেই সাড়ে ৩ ঘণ্টা ধরে বসে আছি। এখন মনে হচ্ছে অসুস্থ হয়ে যাবো।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মঙ্গলবার (১৫ জুন) ভোররাত থেকে ভারী বৃষ্টি হয় এসব এলাকায়। এছাড়া ধৌউর ব্রিজ এলাকায় ১৪ চাকার একটি ট্রলি বিকল হয়ে যাওয়ায় যানজট সৃষ্টি হয়েছে। এ কারণে রাজধানীর এয়ারপোর্ট রোড, আবদুল্লাহপুর থেকে আশুলিয়া রোডেও যানজট লেগেছে।

নিউজ ট্যাগ: তীব্র যানজট

আরও খবর

জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

মঙ্গলবার ১৭ জানুয়ারী ২০২৩