Logo
শিরোনাম

দৃকের 'অমৃত অন্ধকার' আসছে ১৩ অক্টোবর

প্রকাশিত:সোমবার ১০ অক্টোবর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১১০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সময়ের আলোচিত ব্যান্ড দৃকের মিউজিক্যাল ফিল্মের দ্বিতীয় পর্ব 'অমৃত অন্ধকার' প্রকাশ হবে ১৩ অক্টোবর। ব্যান্ড সংগীতের ইতিহাসে প্রথমবারের মতো তিন পর্বের মিউজিক্যাল ফিল্মের কাজ করছে ব্যান্ড দল দৃক  ইতোমধ্যে-এর প্রথম পর্ব রঙ আলোড়ন গত ১ সেপ্টেম্বর প্রকাশ হয়। বরাবরের মতো এবারও ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে 'অমৃত অন্ধকার।

ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, অমৃত অন্ধকার-এর বড় চমক হিসেবে থাকছেন মাইলসের গিটারিস্ট ও গায়ক ইকবাল আসিফ জুয়েল। দৃক ব্যান্ডের ভোকাল জামান সাইফ বলেন, পাশ্চাত্য সংগীতাঙ্গনে মিউজিক্যাল ফিল্ম বেশ পরিচিত এবং জনপ্রিয় একটি বিষয়। সে অর্থে আমরা দেশীয় ব্যান্ড হিসেবে প্রথমবারের মতো মিউজিক্যাল ফিল্ম তৈরি করেছি। এখানে তিনটি পর্ব মিলে একটি গল্প উঠে আসবে। তিন মাসে তিনটি পর্ব প্রকাশ হবে। অক্টোবরে আসবে দ্বিতীয় পর্ব এবং নভেম্বরে প্রকাশ হবে শেষ পর্ব।

হার্ডরক ব্যান্ড দৃকের পথচলার শুরু ২০০২ সালে। তারা লাইম লাইটে আসে ২০০৭ সালে ডি-রকস্টার শোর মধ্য দিয়ে। এখন পর্যন্ত তারা ব্যান্ডের নামে একটি অ্যালবামসহ বেশ কিছু সিঙ্গেল উপহার দিয়েছেন শ্রোতাদের। ব্যান্ডের বর্তমান লাইনআপে আছেন ভোকালে সাইফ, বেইস গিটারে রাহি, ড্রামসে উপল, গিটারিস্ট মোহন্ত এবং অতিথি গিটারিস্ট হিসেবে রাফি।

নিউজ ট্যাগ: অমৃত অন্ধকার

আরও খবর