Logo
শিরোনাম

দুস্থদের জন্য ঢাকেশ্বরী যুব উন্নয়নের পক্ষ থেকে সেহরি ও ইফতার

প্রকাশিত:সোমবার ১০ এপ্রিল ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৯০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকেশ্বরী যুব উন্নয়ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদার ব্যক্তিদের জন্য ইফতার ও সেহরির সু-ব্যবস্থা করা হচ্ছে প্রতিদিন। আজকের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিদ গ্রুপের পরিচালক জনাব মোঃ ফয়সাল হোসেন সহ ঢাকেশ্বরী যুব উন্নয়ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

নাহিদ গ্রুপের পরিচালক ফয়সাল হোসেন বলেন এই সংগঠনটিকে আমি মন থেকে অনেক ভালোবাসি । তারা যেই ভাবে সমাজের অসহায় মানুষ গুলোর জন্য কাজ করছে, তাদের সাথে এই ভালো কাজে অংশগ্রহণ করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি৷ সেই সাথে ঢাকেশ্বরী যুব উন্নয়ন সামাজিক সংগঠনের সকল কাজে আমাকে পাশে পাবেন বলে আশ্বাস প্রদান করছি।

সংগঠনের নেতৃবৃন্দের সাথে কথা হলে তারা জানান, শুধু ইফতার সেহরি নয়, রক্ত দান কর্মসুচি, কারো বিয়েতে সহযোগিতা, অসুস্থ হলে তাদের পাশে থাকা, এক কথায় সামাজিক সকল কাজেই তাদের সংগঠনের সদস্যরা কাজ করে থাকেন। এ সময় উপস্থিত ছিলেন শ্যামল দাস, মো. সোহাগ, মো. মিজান, মো. নাজমুল, ইমরান হোসেন, রাজু, মিঠুন, অনিল, মনির হোসেন, অজয়, আল আমিন, রাজ, রুবেল, মোহন ও মিরাজসহ প্রমুখ ইফতার বিতরণে অংশ নেন।


আরও খবর