Logo
শিরোনাম

এবার বাইডেনকে ইউক্রেনে চান জেলেনস্কি

প্রকাশিত:সোমবার ১৮ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৮৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইউক্রেন সফরের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংবাদমাধ্যম সিএনএন-এর সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, আমি মনে করি, তিনি যুক্তরাষ্ট্রের নেতা এবং সে কারণেই তার এখানে আসা উচিত।

ভলোদিমির জেলেনস্কি বলেন, এটি অবশ্যই তার (জো বাইডেন) সিদ্ধান্ত। আর যে কোনও পরিকল্পনা নির্ভর করবে ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতির ওপর। এর আগে শনিবার আরেক সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, তার দেশে পারমাণবিক হামলা চালাতে পারে রাশিয়া। তিনি বলেন, আমরা বসে থাকতে পারি না, বিশ্বকে অবশ্যই সম্ভাব্য পরমাণু হামলার বিষয়ে প্রস্তুত থাকতে হবে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোকে এটিকে ইউক্রেনে রুশ আগ্রাসন হিসেবে বিবেচনা করে আসছে। একটি স্বাধীন দেশে এমন আগ্রাসনের জন্য মস্কোর সমালোচনা করে আসছে পশ্চিমা দেশগুলো। এ ঘটনায় রাশিয়ার ওপর সিরিজ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও ইউরোপীয় ইউনিয়ন।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩