Logo
শিরোনাম

একুশে পদক পাওয়ার খবর শুনেই কেঁদে উঠলেন মাসুম আজিজ

প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ ফেব্রুয়ারী ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১০৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ২৪ গুণীজনকে এ বছর একুশে পদক দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এরমধ্যে অভিনয়ে (শিল্পকলা) এ বছর তিনজন পাচ্ছেন একুশে পদক। আফজাল হোসেন, খালেদ খান এবং অন্যজন গুণী অভিনেতা মাসুম আজিজ।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব বাবুল মিয়া স্বাক্ষরিত এক তালিকায় একুশে পদকে ভূষিত ২৪ জন বিশিষ্ট ব্যক্তির নাম প্রকাশ করা হয়। সেখানে নিজের নাম দেখে মাসুম আজিজ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, আমার শুধু কান্না আসছে। আমার স্ট্রাগল তো কারো অজানা নয়। জীবনের সব সুখ আনন্দ বাদ দিয়ে থিয়েটার করেছি, নাটক করেছি। অভিনয়ে বিরতি দেইনি। এই প্রাপ্তি বোধহয় তারই ফল।

মাসুম আজিজ বলেন, এজন্য সরকারকে ধন্যবাদ। আমাদেরকে একুশে পদকে বিবেচনায় নেয়ার জন্য।

তিনি আরো বলেন, আমি নিশ্চিত করেই জানতাম, আমাকে এমন সম্মাননা দেয়ায় আমার চেয়ে আমাকে যারা জানেন- তারা সবচেয়ে বেশি খুশী হবে। এবং হচ্ছেও তাই। থিয়েটার ও নাটকের মানুষ থেকে শুরু করে সংবাদমাধ্যমের সবাই খুশী হয়েছে। তারা অভিনন্দন জানাচ্ছে। এটার চেয়ে প্রাপ্তী আর নাই। আমার পাওয়ায় অনেকে খুশী, এটাই আমার পাওয়া।

নিউজ ট্যাগ: মাসুম আজিজ

আরও খবর