Logo
শিরোনাম

ফেসবুক পাসওয়ার্ড চুরি করছে চার শতাধিক অ্যাপ

প্রকাশিত:সোমবার ১০ অক্টোবর ২০২২ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ৩৪৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ক্ষতিকর এমন চার শতাধিক অ্যাপস রয়েছে যেগুলো ব্যবহারে ফেসবুক ব্যবহারকারীদের ইউজার নেম-পাসওয়ার্ড চুরি হতে পারে। এই অ্যাপগুলো সম্পর্কে ব্যবহারকারীদের সতর্ক করেছে ফেসবুক। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

গতকাল শুক্রবার মেটা জানায়, তারা এই বছর অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৪০০টিরও বেশি ক্ষতিকর অ্যাপস শনাক্ত করেছে। এই অ্যাপগুলো ইন্টারনেট ব্যবহারকারীদের লগইন তথ্য চুরি করে। নিরাপত্তার স্বার্থে ক্ষতিকর অ্যাপগুলো ডাউনলোড না করতে ব্যবহারকারীদের সতর্ক করা হয়েছে। অ্যাপল এবং গুগলকেও অ্যাপগুলো সরিয়ে নেওয়ার বিষয়ে জানানো হয়েছে।

অ্যাপল জানায়, ৪০০টি ক্ষতিকর অ্যাপসের মধ্যে ৪৫টি তাদের অ্যাপ স্টোরে ছিল, সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ক্ষতিকর অ্যাপগুলো গুগলও সরিয়ে নিয়েছে।

এই ক্ষতিকর অ্যাপগুলোর মধ্যে বিভিন্ন ফটো এডিটর, মোবাইল গেমস ও হেলথ ট্র্যাকার অ্যাপ রয়েছে।

মেটার থ্রেট ডিসরাপশন ডিরেক্টর ডেভিড আগ্রানোভিচ বলেছেন, এ ধরনের অ্যাপগুলো কতটা জনপ্রিয় সেটি সাইবার অপরাধীরা জানে। তারা একই ধরনের থিম ব্যবহার করে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ও তথ্য চুরি করে থাকে।

এ ধরনের অ্যাপগুলো ডাউনলোড করার পর ফেসবুকে লগইন করতে বলা হয়। এভাবে তারা ফাঁদে ফেলে ব্যবহারকারীদের ইউজার নেম ও পাসওয়ার্ডের তথ্য চুরি করে।


আরও খবর

কমেছে রোলেক্স ও প্যাটেক ফিলিপ ঘড়ির দাম

বুধবার ২২ ফেব্রুয়ারী ২০২৩




সুবিধাবঞ্চিত শিশুদের খাবার বিতরণ করছে খুলনা এইড ফাউন্ডেশন

প্রকাশিত:মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ | ৭৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

খুলনা এইড ফাউন্ডেশন এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে সাথে দোয়া মাহফিল এর আয়োজন করা হইছে। শুক্রবার (২২ নভেম্বর) , সাউথ সেন্টাল রোড সিউসি স্কুলে ৮০ জন শুবিধা বঞ্চিতশিশুর মাঝে জুমার নামাজের পর বিরিয়ানি বিতরণ করা হয়।

খাবার পেয়ে শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে।

এ সময় উপস্থিত ছিলেন বখুলনা এইড ফাউন্ডেশনের অর্ধবিষয়ক সম্পাদক শেখ রতন সহ ফাউন্ডেশনের অনেক বিজ্ঞ-সদস্যবৃন্দ।

শিশুদের মাঝে খাবার বিতরণ প্রসঙ্গে আয়োজকরা বলেন, খুলনা এইড ফাউন্ডেশন নিয়মিত সমাজ সেবামুলক ও অসহায়-এতিম শিশুদের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে। আজ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খুলনা এইড ফাউন্ডেশনের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয়েছে। খুলনা এইড ফাউন্ডেশন সবসময় মানবিক সহযোগিতা নিয়ে সবার পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

সংগঠনটির সভাপতি রাসেদুলহক বলেন, সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতেই ইচ্ছেপূরণ ও অসহায় মানুষদের পাশে দাড়ানোর জন্যই এই খুলনা এইড ফাউন্ডেশনের যাত্রা। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী সবার সহযোগিতায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করছি। দেশে সুবিধাবঞ্চিত শিশুরা একটি নিরাপদ জীবন পাবে এবং এর পাশাপাশি শিক্ষার আলোয় আলোকিত হবে এমনটি স্বপ্ন দেখি।

২০২০ সালের ২ জুলাই সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে যাত্রা শুরু করে সংগঠনটি। ইতোমধ্যে খুলনা বিভাগের ১০টি জেলায় সহায়তা কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।



আরও খবর