Logo
শিরোনাম

ফেসবুকে ছবি শেয়ার করে সমালোচনার মুখে জয়া

প্রকাশিত:রবিবার ২০ জুন ২০21 | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ৩২০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভক্তের আঁকা একটি ছবি ফেসবুকে শেয়ার করে সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

রাকা বন্দ্যোপাধ্যায় নামের একটি প্রোফাইল থেকে গত শুক্রবার নিজের পেজে ছবিটি শেয়ার করেন অভিনেত্রী। ক্যাপশনে লেখেন ভালোবাসা

আর রাখার ক্যাপশনে লেখা ছিল, কমলে কামিনী। দুই বাংলার প্রিয় অভিনেত্রীকে সম্মান জানিয়েই ছবিটি আঁকা হয়েছে। ছবিতে তাকে দেওয়া হয়েছে ত্রিনয়নী দেবীর রূপ।

জয়া এই ছবি শেয়ার করার পর থেকেই তাকে নিয়ে ট্রোল করা শুরু করেন নেটিজেনরা। মুসলিম নারী হয়েও এমন ছবি শেয়ার করায় তার তীব্র সমালোচনা করা হয়।

কমেন্ট বক্সে মামুন মোল্লা নামের একজন লিখেছেন, জয়া আহসানকে এখন শুধুমাত্র দুর্গা বানিয়ে পূজা করতে বাকি আছে, ভবিষ্যতে তাও মনে হয় হবে। অতীতে বলিউডের অনেক নায়িকাকে দুর্গা মূর্তি বানিয়ে পূজা করেছে। এখন আমাদের দেশের সুন্দরী মেয়েদের পেছনে লাগছে। দাদা বাবুদের বলি ভাই, তোরা এইসব নিয়ে যা। একেবারেই নিয়ে পূজা কর, যা ইচ্ছা তাই কর। কিন্তু দুই দিন পর পর এইসব নষ্টামি করিস না।

আনিকা বেগম নামের এক নারী কটাক্ষ করে লিখেছেন, এ কেমন ছবি এ যেন রাণু মণ্ডলকেও হার মানাবে। এছাড়া ছবিটিতে জয়ার চেহারার সঙ্গে মিল নেই বলেও অভিযোগ করেছেন অনেকেই।

নিউজ ট্যাগ: জয়া আহসান

আরও খবর