Logo
শিরোনাম

ফিলিস্তিনিদের উচ্ছেদ অভিযান ৯০ ভাগ বাড়িয়েছে ইসরাইল

প্রকাশিত:মঙ্গলবার ০১ জুন ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৪৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চলতি বছরের এপ্রিল মাসে অধিকৃত পশ্চিম তীর এবং আল-কুদস শহরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শতকরা ৯০ ভাগ বাড়িয়েছে ইহুদিবাদী ইসরাইল। জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক দপ্তর থেকে এক পরিসংখ্যানে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

পরিসংখ্যানে আরও জানানো হয়েছে, সে সব জায়গা থেকে ফিলিস্তিনিদেরকে জোর করে চলে যেতে বাধ্য করেছে অথবা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মালিকানাধীন ২৩টি ভবন দখল করে নিয়েছে।

ইসরাইল কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে এসব ভবন নির্মাণ করার অভিযোগে উচ্ছেদ কিংবা দখল করা হয়েছে। বাস্তবতা হচ্ছে- ফিলিস্তিনি ভূখণ্ডে ঘরবাড়ি নির্মাণ করার অনুমতি পাওয়া ফিলিস্তিনি জনগণের জন্য প্রায় অসম্ভব ব্যাপার।

আল-আকসা মসজিদের কাছে অবস্থিত আবাসিক এলাকায় শেখ জাররাহ থেকে কয়েকটি গ্রাম দখলের মধ্যদিয়ে শুরু হয় এই আগ্রাসন। এতে এখন পর্যন্ত উপত্যকার শত শত বাড়ি ধ্বংস হয়েছে। নিহত হয়েছে ২২০ ফিলিস্তিনি। যার মধ্যে ৬৩ জনই শিশু। ঘরবাড়ি ছাড়া হয়েছে অর্ধ লক্ষাধিক মানুষ। সৃষ্টি হয়েছে মানবিক বিপর্যয়।


নিউজ ট্যাগ: ফিলিস্তিনি

আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩