Logo
শিরোনাম

ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু

প্রকাশিত:সোমবার ২১ ফেব্রুয়ারী ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১১১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন-মো. আলম হোসেন (৪৫) ও মো. জজ মিয়া (৫০)।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুজনেরই শরীরের ১০০ শতাংশ দগ্ধ ছিল। মো. আলম হোসেন রোববার (২০ ফেব্রুয়ারি) দিবাগদ রাত সাড়ে ১২টায় ও মো. জজ মিয়া আজ সকাল ৮টা ৫ মিনিটে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চিকিৎসাধীন তিনজনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের মধ্যে হাসিনা মমতাজের শরীরের ৬৬ শতাংশ, আসমা বেগমের ৪০ শতাংশ ও হাফসা আক্তারের ১৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের শ্বাসনালীও পুড়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

নিউজ ট্যাগ: নারায়ণগঞ্জ

আরও খবর