Logo
শিরোনাম

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি বন্ধ

প্রকাশিত:রবিবার ১৭ জানুয়ারী ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১২১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডিব্লিউটিসি কর্তৃপক্ষ। শনিবার দিবাগত মধ্যরাতে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারাপারের অপেক্ষায় উভয় ঘাটে আটকা পড়েছে শত শত যানবাহন। এতে দুর্ভোগে পড়েছে যাত্রী ও চালকরা।

দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, শনিবার রাত একটার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পায়। ফলে নৌ-দুর্ঘটনা এড়াতে ওই সময় থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। কুয়াশার ঘনত্ব কিছুটা কমে এলে রোববার ভোর পৌনে ৫টার দিকে ফেরি চলাচল শুরু হলে সকাল ৭টার দিকে আবারও কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, পণ্যবাহী ট্রাকসহ কয়েকশ যানবাহন নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে সিরিয়ালে আটকা পড়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, কুয়াশার কারণে মধ্যরাত থেকে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। বর্তমানে এরুটে ১৬টি ফেরি চলাচল করছে। ফেরি চলাচল স্বাভাবিক হলে সিরিয়ালে থাকা যানবাহনের চাপও দ্রুত কমে যাবে।


আরও খবর