Logo
শিরোনাম

গৃহবধূকে ধর্ষণের পর হত্যা: ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত:মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ৯৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঝিনাইদহের সদর উপজেলার বিষয়খালী গ্রামে গৃহবধূ রেনু বেগমকে ধর্ষণের পর হত্যা মামলার ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- বিষয়খালী গ্রামের মো. রসুল, মো. শরিফুল ইসলাম, মো. আমিরুল ইসলাম, গোলাম রসুল, আব্দুল আজিজ, মো. আজিজুর রহমান, জাহিদুল ইসলাম, বাদশা মিয়া ও বাতেন শেখ। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে শরিফুল ও আমিরুল পলাতক আছেন। মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালের মার্চ মাসে বিষয়খালী গ্রামের আরব আলীর স্ত্রী রেনু বেগমকে একই এলাকার কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যায়। পরে তারা রেনু বেগমকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যায়। এ হত্যার ঘটনায় নিহতের স্বামী আরব আলী বাদী হয়ে ১৬ জনকে আসামি করে থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আজ  আদালত রায় ঘোষণা করেন।

মামলায় সরকার পক্ষে ছিলেন নারী ও শিশু আদালতের কৌশুলি অ্যাডভোকেট বজলুর রহমান ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট রজব আলী।


আরও খবর