গাজীপুরের শ্রীপুরে হাত-পা ও কোমরে ইট
বাঁধা এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তেলিহাটি ইউনিয়নের
টেপিরবাড়ি গ্রামের একটি গর্ত থেকে লাশটি উদ্ধার করা হয়। এখনও ওই নারীর পরিচয় শনাক্ত
করতে পারেনি পুলিশ। হাত-পা রশি দিয়ে বাধা ছিল।
স্থানীয়রা জানান, সকাল দশটার দিকে ওই গর্তের
পানিতে বিবস্ত্র নারীর মরদেহ ভাসতে দেখেন তারা। স্থানীয় একজন গরু চড়াতে গিয়ে গর্তে
ওই নারীর মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
এলাকাবাসীর ধারণা, খুনিরা ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে কোমরে ইট বেঁধে গর্তের পানিতে ফেলে রেখেছে। তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. শফিকুল ইসলাম গর্তের পানি থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
শ্রীপুর থানার পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ
ভূইয়া বলেন, প্রায় বিশ ফুট গভীর পরিত্যক্ত গর্তে ছিল ওই মরদেহ। লাশ ময়নাতদন্তের জন্য
গাজীপুরের শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি
চলছে।