Logo
শিরোনাম

গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে করোনায় আরও ৪ জনের মৃত্যু

প্রকাশিত:শনিবার ১২ জুন ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৪৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে নতুন আরও ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুন) সকাল ৮টা থেকে শনিবার (১২ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস।

সাইফুল ফেরদৌস জানান, যে ৪ জনের মৃত্যু হয়েছে তারমধ্যে করোনার উপসর্গ নিয়ে রাজশাহীর ৩, চাঁপাইনবাবগঞ্জের ১ জন মারা গিয়েছেন।

তিনি আরও জানান, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের পরীক্ষা হয়েছে ৩৬৬ জনের আর শনাক্ত হয়েছে ১৪৩ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৯.০৮ শতাংশ।

এদিকে জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী গতকাল শুক্রবার (১১ জুন) বিকেল ৫টা থেকে রাজশাহী মহানগরীতে চলছে সর্বাত্মক লকডাউন যা চলবে আগামী ১৭ তারিখ মধ্যরাত পর্যন্ত।

জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। এ সর্বাত্মক লকডাউনে আমসহ কৃষিজাত পণ্য পরিবহন ও জরুরি সেবা পরিবহন ছাড়া দূরপাল্লার বাস, স্থানীয় গণপরিবহন ও রাজশাহী রেল স্টেশন থেকে সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।


আরও খবর