Logo
শিরোনাম

হানিফ ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত:বুধবার ১৯ অক্টোবর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ৪৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভার থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর। পরনে ছিল কালো রঙের প্যান্ট ও সাদা-কালো শার্ট।

বুধবার সন্ধ্যায় ফ্লাইওভারের নিচে তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। এখনও তার পরিচয় জানা যায়নি।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম সমকালকে বলেন, ওই যুবক কীভাবে ফ্লাইওভার থেকে পড়ে যান তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তিনি লাফ দিয়েছেন বলে দাবি করেছেন কেউ কেউ। তার সঙ্গে থাকা মোবাইল ফোনটি পেয়েছে পুলিশ। তবে সেটি ভেঙে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো তথ্য উদ্ধার করা যায়নি। আপাতত তার ব্যবহূত সিমকার্ড অন্য ফোনে চালু করে স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গুরুতর আহত অবস্থায় ফ্লাইওভারের নিচ থেকে উদ্ধার করে যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত পৌনে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হতে বৃহস্পতিবার মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। সেজন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।


আরও খবর