Logo
শিরোনাম

হারে হারে বিশ্বকাপ মিশন শেষ হলো বাংলাদেশের মেয়েদের

প্রকাশিত:বুধবার ২২ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:সোমবার ২০ মার্চ ২০23 | ১০৭জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রথম ম্যাচে সম্ভাবনা জাগিয়েও জয়ের দেখা মেলেনি। এরপর আর সম্ভাবনাই তৈরি করতে পারেনি বাংলাদেশ। হারে শুরু করা বাংলাদেশের মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ হলো হার দিয়েই। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি শেষটা জয় দিয়ে রাঙানোর আশার কথা বললেও তা আশাই থেকে গেল, উল্টো সঙ্গী হলো আরও বড় হার।

মঙ্গলবার রাতে কেপটাউনে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই হারে বিশ্বকাপ যাত্রা শেষ হলো জ্যোতি, সালমা, জাহানারাদের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারা বাংলাদেশ পরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে হারে। শেষ ম্যাচে প্রোটিয়া নারীদের বিপক্ষে হারলো তারা। এক নম্বর গ্রুপের তলানিতে থেকে বিদায় নিলো বাংলাদেশ।

টস জিতে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মেয়েদের দারুণ বোলিংয়ের সামনে হতাশার ব্যাটিং করে সবাই। অধিনায়ক নিগার ছাড়া আর তিনজন ব্যাটার কিছুটা লড়াই করেন। ৬ উইকেটে ১১৩ রানে থামে বাংলাদেশ। জবাবে ৯ ওভার পর্যন্ত ধীর গতির ব্যাটিং করলেও তা নিমেষেই পুষিয়ে নেন লরা ওলভার্ট ও জাজনিম ব্রিটস। এই দুই ওপেনারের হাফ সেঞ্চুরিতে ১৩ বল হাতে রেখে ১০ উইকেটের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

অল্প পুঁজি থাকলেও বল হাতে নিয়ন্ত্রিত শুরু করে বাংলাদেশ। ১১ ওভারে মাত্র ৫১ রান তোলে প্রোটিয়ারা। তখনও আশায় বাংলাদেশ। কিন্তু এরপর মুহূর্তেই সব পাল্টে দেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার। হেসেখেলেই দলকে এনে দেন বড় জয়। ম্যাচসেরা লরা ৫৬ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন। ৫১ বলে ৪টি চারে ৫০ রানের হার না মানা ইনিংস খেলেন ব্রিটস। মারুফা আক্তার ছাড়া বাংলাদেশের কোনো বোলারই সুবিধা করতে পারেননি।

এর আগে ব্যাটিং করা বাংলাদেশের পক্ষে ৩৪ বলে ২টি চারে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেন জ্যোতি। এ ছাড়া শামিমা সুলতানা ১১, সোবানা মোস্তারী ২৭, স্বর্ণা আক্তার ১১ ও নাহিদা আক্তার ১৫ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার মারিজানে কাপ ও আয়াবঙ্গা খাকা ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান ননকুলুলেকো লাবা ও শাবনিম ইসমাইল।


আরও খবর

২০২৬ বিশ্বকাপে ১০৪ ম্যাচ

বুধবার ১৫ মার্চ ২০২৩

ঢাকায় ইংল্যান্ড ক্রিকেট দল

শুক্রবার ২৪ ফেব্রুয়ারী ২০২৩




আজ জাতীয় পাট দিবস : পুরস্কার পাচ্ছেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

প্রকাশিত:সোমবার ০৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ২০ মার্চ ২০23 | ৬৭জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ সোমবার (৬ মার্চ) জাতীয় পাট দিবস। বস্ত্র ও পাট মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এ দিবসটি পালন করবে। পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে অবদানের জন্য ১১ ব্যবসায়ী, বিজ্ঞানী, চাষি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এছাড়াও পাটসংশ্লিষ্ট অংশীজনদের ৭টি শুভেচ্ছা স্মারক দেওয়া হবে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী রোরবার (৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, সোনালি আঁশ পাটের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য গভীরভাবে জড়িয়ে আছে। শুধু তাই নয়, বাঙালির অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে পাটের ভূমিকা একটি স্বীকৃত ইতিহাস। এবারের জাতীয় পাট দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে পাট শিল্পের অবদান-স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণ।

পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন- পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা গবেষক ক্যাটাগরিতে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদ আল হোসেন, সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি ক্যাটাগরিতে কিশোরগঞ্জের আবু হানিফ ও সেরা পাট উৎপাদনকারী চাষি পাবনার মো. এনামুল হক।

পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা প্রতিষ্ঠান (হেসিয়ান, সেকিং ও সিবিসি) হিসেবে মনোনীত হয়েছে উত্তরা জুট ফাইবার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড, পণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান (হেসিয়ান, সেকিং ও সিবিসি) জোবাইদা করিম জুট মিল মিলস লি., পাটের সূতা উৎপাদনকারী সেরা পাটকল হিসেবে আকিজ জুট মিলস লিমিটেড, পাটের সুতা রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান হিসেবে জনতা জুট মিলস লিমিটেড, বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল হিসেবে সোনালি আঁশ লিমিটেড, বহুমুখী পাটজাত পণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান হিসেবে ক্রিয়েশন (প্রা.) লিমিটেড, বহুমুখী পাটজাত পণ্যের সেরা নারী উদ্যোক্তা হিসেবে তরঙ্গ এবং বহুমুখী পাটজাত পণ্যের সেরা পুরুষ উদ্যোক্তা হিসেবে গোল্ডেন জুট প্রোডাক্ট মনোনীত হয়েছে।

এছাড়া সম্মাননা প্রদানের জন্য সুপারিশকৃত অ্যাসোসিয়েশন ও সমিতিগুলো হচ্ছে, বাংলাদেশ ক্ষুদ্র পাট ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ পাট চাষি সমিতি, বাংলাদেশ চারকোল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ লেমিনেটিং জুট ব্যাগ ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ বহুমুখী পাটপণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতি, বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজেজিইএ), বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ), বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ), বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন (বিজেএসএ)।

নিউজ ট্যাগ: জাতীয় পাট দিবস

আরও খবর

বায়ুদূষণে আজ সপ্তম ঢাকা

শনিবার ১৮ মার্চ ২০২৩




ঘোষণা ছাড়াই দেশে আনা যাবে ২০ হাজার ডলার

প্রকাশিত:বুধবার ২২ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:রবিবার ১৯ মার্চ ২০২৩ | ৬৬জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

এখন থেকে ঘোষণা ছাড়াই সেবাখাতের আয় করা ২০ হাজার মার্কিন ডলার বা সমতুল্য অন্য মুদ্রা দেশে আনতে পারবেন উদ্যোক্তারা ও রপ্তানিকারকরা। বুধবার বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

এর আগে এটি ছিল ১০ হাজার মার্কিন ডলার বা সমতুল্য অন্য মুদ্রা। তবে প্রবাসীরা যেকোনো পরিমাণ অর্থ দেশে পাঠাতে পারেন। এ ক্ষেত্রে কোনো ধরনের ঘোষণার প্রয়োজন হয় না।

সার্কুলারে বলা হয়েছে, এতদিন সেবাখাতের বৈদেশিক মুদ্রার আয় ঘোষণা ছাড়া ১০ হাজার ডলার দেশে আনা যেত। এখন তা বাড়িয়ে ২০ হাজার ডলার বা সমতুল্য অন্য মুদ্রায় প্রাপ্ত আয় ঘোষণা ছাড়াই আনা যাবে। তবে বিদেশে কর্মরত প্রবাসীরা যতখুশি তত পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠাতে পারেন, এজন্য কোনো প্রকার ঘোষণার প্রয়োজন হয় না।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মতে, চলতি বছরের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে সেবাখাতের আয় বাবদ প্রাপ্ত রেমিটেন্স সম্পর্কে অনলাইনে ঘোষণার (সি-ফরম নামে পরিচিত) ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছে। সি-ফরমে ঘোষণা ছাড়াই এখন থেকে সেবাখাতের ২০ হাজার ইউএস ডলার বা সমতুল্য অন্য মুদ্রায় প্রাপ্ত আয় আনা যাবে।

খাত সংশ্লিষ্টদের মতে, সি-ফরমে ঘোষণা ছাড়াই ২০ হাজার ইউএস ডলার পর্যন্ত আয় প্রত্যাবাসনের সুবিধার ফলে সেবা রপ্তানিকারকেরা অহেতুক সময়ক্ষেপণ ছাড়াই প্রাপ্ত আয় নগদায়ন করতে পারবেন।


আরও খবর

বায়ুদূষণে আজ সপ্তম ঢাকা

শনিবার ১৮ মার্চ ২০২৩




‘গুলশানের ওই ভবনে ফায়ার সেফটি প্ল্যান ছিল না’

প্রকাশিত:মঙ্গলবার ২১ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:সোমবার ২০ মার্চ ২০23 | ৬৬জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর গুলশানে আগুন লাগা বহুতল আবাসিক ভবনটিতে কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না বলে জানিয়েছেন অগ্নিকাণ্ডে গঠিত তদন্ত কমিটির প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ভবনটি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান ।

মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ভবনটির কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না। সেফটি প্ল্যান নেওয়ার কথা থাকলেও, নেওয়া হয়নি। এ ছাড়া ভবনটি অত্যাধুনিক হলেও এতে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। ভবনটিতে গ্যাসের পয়েন্ট, বিদ্যুতের পয়েন্ট ও দাহ্য পদার্থ সবকিছু বেশ কাছাকাছি ছিল। কোনটা থেকে অগ্নিকাণ্ড ঘটেছে বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ২২ জনকে উদ্ধার করি। বারবার নিষেধ করেছি কেউ যেন লাফ না দেন। যে দুজন মারা গেছেন তারা লাফ দেওয়ার কারণেই মারা গেছেন। এটা আসলে তাদেরও দোষ না। পরিস্থিতির কারণে তারা হয়তো লাফ দিয়েছেন।

এসময় তদন্ত কমটির সদস্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স), গুলশান জোনের উপসহকারী পরিচালক এবং স্থানীয় ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এর আগে, রোববার সন্ধ্যা ৭ টার দিকে গুলশানে একটি আবাসিক ভবনে আগুন লাগে। এতে ২ জন নিহত এবং ৮ জন আহত হন। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় রাত ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


আরও খবর

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক খুন

সোমবার ২০ ফেব্রুয়ারী ২০23




নতুন ভূমিকম্পে তুরস্ক-সিরিয়া সীমান্তে নিহত বেড়ে ৮

প্রকাশিত:বুধবার ২২ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:বুধবার ১৫ মার্চ ২০২৩ | ৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

তুরস্ক ও সিরিয়া সীমান্তে সোমবার দিবাগত রাতের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে আটজন হয়েছে। দুই সপ্তাহ আগের ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই সোমবার রাতে ফের ভূমিকম্প আঘাত হানে দুই দেশের সীমান্তবর্তী এলাকায়। খবর দ্য গার্ডিয়ানের।

তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা এএফএডি জানিয়েছে, রিখটার স্কেলে গতরাতের ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফারহেতিন কোচা বলেছেন, সোমবার রাতের ভূমিকম্পে ২৯৪ জন আহত হয়েছেন। তিনি বলেন, আহতদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক। ভূমিকম্পের পর অনেক স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়। কারণ, সেগুলোর ভবনে ফাটল দেখা দিয়েছে।

এদিকে, ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা ভবনে প্রবেশ না করতে সবাইকে আহ্বান জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার রাতের ভূমিকম্পের পর আনতাকিয়ার বাসিন্দাদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। বাড়ি থেকে নেমে সবাই রাস্তায় অবস্থান নেন। সবাই কান্না করছিলেন।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের ইতিহাসে শতাব্দীর ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে তুরস্কে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে মারা গেছে ৪০ হাজারের বেশি মানুষ। তিন লাখ ৮৫ হাজার অ্যাপার্টমেন্ট ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই ভূমিকম্পে সিরিয়াতেও নিহত হয়েছেন কয়েক হাজার মানুষ।


আরও খবর

ট্রাম্প বললেন, ‘আই এম ব্যাক’

শনিবার ১৮ মার্চ ২০২৩




পবিত্র শবে বরাত ৭ মার্চ

প্রকাশিত:বুধবার ২২ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:সোমবার ২০ মার্চ ২০23 | ১১১জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পবিত্র শবে বরাত আগামী ৭ মার্চ দিবাগত রাতে পালিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটি মঙ্গলবার রাতে এ ঘোষণা দিয়েছে।

তারা জানায়, দেশের আকাশে মঙ্গলবার পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে বুধবার বুধবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। আগামী ৭ মার্চ মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. নজরুল ইসলাম, সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. আবদুল জলিল, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক কাজী হাফিজুল আমিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের উপ-পরিচালক (প্রশাসন) মো. সিরাজুল হক ভুঞা প্রমুখ উপস্থিত ছিলেন।

হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত সৌভাগ্যের রজনী। মহিমান্বিত এ রাতে মহান রাব্বুল আলামিন তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন।

ধর্মপ্রাণ মুসল্লিরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজগারসহ বিভিন্ন ইবাদত বন্দেগি করে থাকেন।


আরও খবর

হজযাত্রী নিবন্ধনের সময় আরও বাড়ল

বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারী 20২৩

এবার হজ পালনে ৪ শর্ত দিলো সৌদি সরকার

মঙ্গলবার ২১ ফেব্রুয়ারী ২০২৩