Logo
শিরোনাম

হিলিতে কমেছে চালের দাম

প্রকাশিত:শুক্রবার ০২ সেপ্টেম্বর 2০২2 | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৮৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি অব্যাহত রয়েছে। শুল্ক কমানোর পর থেকে ১৫ শতাংশ শুল্ক দিয়ে চাল আমদানি হচ্ছে। শুল্ক কমানো এবং ওএমএসের (ওপেন মার্কেট সেল) চাল দেওয়ার কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরের চালের বাজারে ২ থেকে ৫ টাকা কমেছে দাম। স্বর্ণা চাল ২ টাকা কমে ৫০ টাকা, ২৮ জাতের চাল ২ টাকা কমে ৫৬ টাকা এবং মিনিকেট চাল ৫ টাকা কমে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

তবে চাল কিনতে আসা মকবুল হোসেন ও ইয়াছিন রানা বলেন, আমরা শুনছি সরকার শুল্ক কমিয়ে দিয়েছে, যার ফলে চালের দাম কমেছে। কিন্তু হিলি বাজারে চাল বিক্রেতারা আগের দামেই চাল বিক্রি করছেন। আমরা গরিব মানুষ, রিকশা চালিয়ে সংসার পরিচালনা করি। সব জিনিসপত্রের দাম এই ভাবে বৃদ্ধি হলে কীভাবে জীবন বাঁচবে।

এদিকে হিলি বাজারের চাল বিক্রেতা বাবুল হোসেন বলেন, চাল আমদানিতে শুল্ক কম এবং ওএমএসের (ওপেন মার্কেট সেল) চাল বিক্রির ফলে কমতে শুরু করেছে দাম। কেজি প্রতি প্রকার ভেদে ২ থেকে ৫ টাকা কমেছে। ভারত থেকে চাল আমদানি অব্যাহত থাকলে আরও দাম কমতে পারে বলেও জানান তিনি।


আরও খবর