Logo
শিরোনাম

ইমরান খানকে ৫০ হাজার রুপি জরিমানা

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ মার্চ ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ৮৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য ইমরান খানকে ৫০ হাজার রুপি জরিমানা করেছে দেশটির নির্বাচন কমিশন। পাকিস্তানের গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, খাইবার-পাখতুনখাওয়ার স্থানীয় নির্বাচনের আগে সোয়াতে এক জনসভার ভাষণ দিতে গিয়েই নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন অভিযোগ ওঠেছে পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। সোয়াতে ওই নির্বাচনী জনসভায় যোগ দেয়ার বিষয়ে ১৫ মার্চ ইমরান খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় নির্বাচন কমিশন। তবে তিনি সেই নিষেধাজ্ঞা অমান্য করে পরদিনই সোয়াতে হাজির হন। নির্বাচনী বিধিভঙ্গের জন্য পাকিস্তানের নির্বাচনী কমিশন ইমরান খানকে দুবার নোটিশও দিয়েছে। খাইবার-পাখতুনখাওয়ার মালাকান্দ এলাকায় নির্বাচনী জনসভায় ভাষণ দেয়ায় সবশেষ নোটিশ দেয়া হয় ২১ মার্চ (গত সোমবার)।

৫০ হাজার রুপি জরিমানা ছাড়াও খাইবার-পাখতুনখাওয়ায় দ্বিতীয় ধাপের নির্বাচনের আগে যেকোনো জনসভায় ইমরান খানের অংশগ্রহণের ব্যাপারেও নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩